ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মেডেল পাওয়ার যোগ্য আমি: ব্রেইভিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, ফেব্রুয়ারি ৭, ২০১২
মেডেল পাওয়ার যোগ্য আমি: ব্রেইভিক

অসলো: গত বছরের জুলাই মাসে নরওয়েতে ৭৭ জনকে খুনের দায়ে অ্যান্ডারস ব্রেইভিককে আদালতে হাজির করা হয়েছে। সোমবার নরওয়ের একটি আদালতে তাকে হাজির করা হয়।

এসময় ব্রেইভিক নিজেকে মেডেল পাওয়ার যোগ্য এবং বৈধভাবেই তিনি মুক্তি পাওয়ার অধিকার রাখেন বলে জানান।

আদালতের মতে, ব্রেইভিক মানসিকভাবে একজন ভারসাম্যহীন মানুষ। তার মানসিক অবস্থার কারণে তাকে কোনো প্রকার শাস্তি দেওয়া যাচ্ছে না।
 
আদালত থেকে প্রকাশিত নথিতে আরও বলা হয়, ‘আদালত ব্রেইভিককে বৈধভাবেই আগামী দুই মাসের জন্য কারাগারে রাখবে। যদিও ইতোমধ্যেই কৌসুলিদের দ্বারা প্রমাণিত যে ব্রেইভিক মানসিকভাবে অসুস্থ। তাকে মানসিক হাসপাতালেও পাঠানো হতে পারে। ’
 
২০১০ সালের জুলাই মাসে অসলোতে এক বোমা হামলায় আটজন মানুষ নিহত এবং উতোয়া দ্বীপে গুলি করে ৬৯ জন নীরিহ মানুষকে গুলি করে হত্যা করার জন্য ব্রেইভিককে অভিযুক্ত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নরওয়ের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ন্যাক্কারজনক ঘটনা।
 
গত নভেম্বরে আইনজীবিরা জানায়, মনস্তত্ববিদরা ব্রেইভিককে মানসিকভাবে অসুস্থ বলে ঘোষণা দিয়েছে। এই ঘোষণার পর তাকে আর জিজ্ঞাসাবাদ করা হয়নি।

তবে বিচারক ওয়েনখ এলিজাবেথ আর্ন্টজ বলেন, আদালত আবারও তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সময় চেয়েছে। কারণ তাকে জিজ্ঞাসা করলে এখনও অনেক তথ্য পাওয়া যেতে পারে বলে আদালত মনে করছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।