দামেস্ক: সিরিয়ার চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার খাতিরে যুক্তরাষ্ট্র দামেস্কে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। অপরদিকে যুক্তরাজ্য দামেস্কে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠিয়েছে।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে পশ্চিমাদের দেওয়া প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে রাশিয়া এবং চীন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ‘ওটা একটা খুনি রাষ্ট্র। সিরিয়াতে কোনো আশা নেই। আমাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার জন্য বলা হয়েছে। বর্তমান অবস্থা থেকে উত্তরণের কোনো সুযোগই নেই। একমাত্র আন্তর্জাতিক হস্তক্ষেপই পারে অবস্থার উন্নতি করতে। ’
তবে সিরিয়ার নেতাদের ক্ষমতা থেকে চলে যাওয়া সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এনবিসি নামের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে ওবামা আরও বলেন, ‘আসাদের চলে যাওয়ার সময় হয়েছে এমন বার্তা আমরা নিরলসভাবেই পাঠাচ্ছি। তিনি চলে যাচ্ছেন এটা কোনো ঘটনা নয়। কিন্তু তিনি কখন যাচ্ছেন এটাই আসল ঘটনা। ’
সোমবার সিরিয়ার হোমসে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটে। সিরিয়ার সরকারি বাহিনীর হাতে কমপক্ষে ৪০ জন মানুষ নিহত হয়েছে বলে প্রতিবাদকারীদের পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও অনেকেই আহত হয়েছে। তবে এই ঘটনার সত্যতা নিশ্চিত করা যায় নি। কারণ সিরিয়াতে বিদেশি সাংবাদিক উন্মুক্ত নয়।
দামেস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড এবং তার ১৭ জন সহযোগি সোমবার সিরিয়া ত্যাগ করেন। সিরিয়া থেকে তারা জর্ডান হয়ে দেশে ফিরবেন বলে জানা যায়। তবে ফোর্ড তার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য প্যারিসে যাবেন বলে কূটনীতিকদের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২