ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালদ্বীপ: প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ওয়াহিদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৯, ফেব্রুয়ারি ৭, ২০১২
মালদ্বীপ: প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ওয়াহিদ

মালে: সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. মোহামেদ ওয়াহিদ গণপ্রজাতন্ত্রী মালদ্বীপের পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

দেশটির পার্লামেন্ট ‘পিপলস মজলিসে’ আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে শপথ নেন নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত ড. মোহামেদ ওয়াহিদ।



মালদ্বীপের সুপিম কোর্টের প্রধান বিচারপতি আহমেদ ফয়েজ হোসেন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান।

দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথবাক্য পাঠের পর লিখিত শপথে স্বাক্ষর করেন মোহামেদ ওয়াহিদ।

এসময় শপথ বাক্যে সই করেন প্রধান বিচারপতি আহমেদ ফয়েজ হোসেন এবং পিপলস মজলিসের বর্তমান স্পিকার আবদুল্লাহ শহীদ।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে মঙ্গলবার পুলিশ সদস্যরা যোগ দেয়। এই বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।