ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ এখন সিরিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১২, ফেব্রুয়ারি ৭, ২০১২
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ এখন সিরিয়ায়

দামেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ সিরিয়ার রাজধানী দামেস্কে পৌছেঁছেন। দামেস্কে পৌঁছে তিনি দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গেও সাক্ষাত করেছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম।



সিরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে রাশিয়া এবং চীনের ভেটোদানের পরপরই দেশটি সফরে আসলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

বিশাল সমাবেশের আয়োজন করে ল্যাভরভকে রাজধানী দামেস্কে স্বাগত জানায় বাশার সর্মথকরা। দামেস্কের রাস্তায় সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদের হাজারো সমর্থক পতাকা নাড়িয়ে সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রীর গাড়ি বহরকে স্বাগত জানায়।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে উত্থাপিত প্রস্তাবে রাশিয়ার ভেটো দেওয়ার প্রেক্ষিতে পাশ্চাত্যের নিন্দা প্রকাশকে ‘প্রলাপ’ বলে  উড়িয়ে দিয়েছেন ল্যাভরভ।

সিরিয়ার বিরুদ্ধে  প্রস্তাবটি পাশ হলে তা  দেশটির শাসনক্ষমতায় বাইরের শক্তিগুলোর হস্তক্ষেপের পথ পরিষ্কার করবে  উল্লেখ করে রাশিয়া ও চীন এতে ভেটো দেয়।

সিরিয়ায় পৌঁছে ল্যাভরভ জানান, তার দামেস্ক সফরের উদ্দেশ্য হলো দ্রুততার সঙ্গে  সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক করার একটি উপায় খুঁজে বের করা।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড ল্যাভরভের প্রতি আহবান জানিয়ে বলেন, তিনি যেন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বোঝাতে সক্ষম হন ‘আসাদ বিশ্ববাসী থেকে কতটা বিচ্ছিন্ন’।

এর পাশাপাশি ল্যাভরভ যেন আসাদকে আরব লীগের দেওয়া ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব মেনে নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন, সে আহবানও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭,২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।