ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

টয়োটার মুনাফা বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, ফেব্রুয়ারি ৭, ২০১২
টয়োটার মুনাফা বেড়েছে

টোকিও :  ২০১১’র মার্চে জাপানের ভয়াবহ সুনামি এবং পরবর্তীতে থাইল্যান্ডের বন্যার কারণে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় জাপানের বৃহৎ গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টয়োটা। তবে ২০১১’র শেষ প্রান্তিকে এসে উৎপাদন বেড়ে যাওয়ায়  মুনাফার মুখ দেখতে সক্ষম হচ্ছে টয়োটা।



একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, গত বছরের শেষ প্রান্তিকে টয়োটার মুনাফা বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ। এর ফলে টয়োটা ক্ষয়ক্ষতি কাটিয়ে আগের অবস্থান খুব শিগগিরই ফিরে পাবে বলে আশা করছে টয়োটা কর্তৃপক্ষ।

টয়োটা কর্তৃপক্ষের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বছরের তৃতীয় প্রান্তিকে টয়োটার মুনাফা হয়েছে একশত কোটি মার্কিন ডলারেরও বেশি। তবে এই পরিমাণ ২০১০’র একই সময়ে অর্জিত মুনাফার তুলনায় অনেক কম বলে জানিয়েছে তারা।  

চলতি আর্থিক বছরে ২শ’ ৬০ কোটি মার্কিন ডলার আয় করতে পারবে বলে আশা করছে টয়োটা কর্তৃপক্ষ। এই অঙ্ক ২০১০-এ অর্জিত  মুনাফা থেকে অনেক কম হলেও এর মাধ্যমে টয়োটা সামনের দিকে এগিয়ে যেতে পারবে বলে আশা করছেন তারা।

শুধু বন্যা বা সুনামিই নয়, বিশ্ব বাজারে ইয়েনের মূল্য বেড়ে যাওয়ার কারণেও বহির্বিশ্বে টয়োটার চাহিদা কমে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত বছর জাপানে ভূমিকম্প এবং থাইল্যান্ডের বন্যার কারণে টয়োটার খুচরা যন্ত্রপাতি উৎপাদন এবং সরবরাহে সমস্যার সৃষ্টি  হয়। মূলত প্রয়োজনীয় খুচরা যন্ত্রপাতির সরবরাহ ব্যাহত হওয়ার কারণেই টয়োটার গাড়ি উৎপাদনে ব্যাঘাত ঘটে।

ডলারের বিপরীতে ইয়েনের মূল্য বেড়ে যাওয়াকে মুনাফা হ্রাসের একটি অন্যতম কারণ বলে উল্লেখ করেন টয়োটার একজন ঊর্ধ্বতন ম্যানেজিং অফিসার টাকাহিকো ইজিচি।

২০১০ সালে বছরের শেষার্ধে যেখানে ডলারের বিপরীতে  ইয়েনের দর ছিল ৮৩ ইয়েন, সেখানে ২০১১’র একই সময়ে তা কমে ৭৭ ইয়েনে নেমে আসে।

বাংলাদেশ সময় : ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।