মালে: মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ হাসান দেশটিতে চলমান উত্তেজনা নিরসন করে পুনরায় আইনের শাসন ও শান্তি প্রতিষ্ঠার প্রতিজ্ঞা করেছেন।
মঙ্গলবার নাটকীয়ভাবে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান মোহাম্মদ নাশিদ।
তিনি বলেন, এখন তিনি চান জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠন করতে এবং ২০১৩ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়াকে এগিয়ে নিতে।
এদিকে, ক্ষমতাচ্যুত মোহাম্মদ নাশিদের দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) মঙ্গলবারের ঘটনার জন্য বিরোধী দলকে দায়ী করেছে।
এমডিপি বলছে, সেনা ও পুলিশ সমর্থন নিয়েই সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের দল প্রেসিডেন্ট নাশিদকে পদত্যাগ অথবা রক্তক্ষয়ী সংঘর্ষের মুখোমুখি হওয়ার ঘোষণা দিয়েছিল।
পদত্যাগের পর নাশিদ জানান, তিনি কেবল জনগণের জানমাল রক্ষা ও আরও বেশি সংর্ঘষ এড়াতেই পদত্যাগ করেছেন।
এছাড়া তার দল জানিয়েছে, মঙ্গলবারের পুলিশ বিদ্রোহের জের ধরে যে সংর্ঘষ হয়েছে সেখানে বেশ কিছু সংসদ সদস্য আহত হয়েছেন।
নাশিদের ভাই ইব্রাহিম জানিয়েছেন, বর্তমানে নাশিদ তার বাসায় অবস্থান করছেন। কিন্তু তিনি যে কোনো মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হতে পারেন বলে জানান।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১২