ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কর্নাটকের বিধানসভায় পর্নো, তিন মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, ফেব্রুয়ারি ৮, ২০১২
কর্নাটকের বিধানসভায় পর্নো, তিন মন্ত্রীর পদত্যাগ

ঢাকা: ভারতের কর্নাটক রাজ্যের তিনমন্ত্রী পদত্যাগ করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা রাজ্যের বিধানসভায় অধিবেশন চলাকালীন পর্নো ছবি দেখছিলেন।



রাজ্যের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী সদনন্দ গৌড় জানান, তাদের পদত্যাগপত্র রাজ্য গভর্নরের কাছে পাঠানো হয়েছে।

পদত্যাগ করা তিনমন্ত্রী হচ্ছে, লক্ষণ সাবাদি, সিনি পাতিল ও কৃষ্ণ পালেমার। তারা তিনজনই বিধানসভার অধিবেশন চলার সময় পর্নো ভিডিও দেখছিলেন। ঘটনাটি বিধানসভার কার্যক্রম সম্প্রচাররত একটি স্থানীয় টিভি চ্যানেল তাদের ক্যামেরায় ধরে ফেলে।

টিভি চ্যানেলটির ভিডিও ফুটেজে দেখা গেছে, মন্ত্রীরা তাদের মোবাইল ফোনে দুটি ভিডিও ক্লিপ দেখছিলেন। এর একটি পর্নোগ্রাফিক, অপরটি ধর্ষণের।

বিজেপি জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মন্ত্রীরা পদত্যাগ করেছেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দলটির মুখপাত্র নির্মলা সীতারমণ জানান, দোষী সাব্যস্ত হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

তবে ক্ষমতাসীন দল কংগ্রেসের নেতা বীরাপ্পা মইলি জানিয়েছে, নির্লজ্জ কাজের জন্য পদত্যাগ যথেষ্ট নয়। বিধানসভার স্পিকারের উচিৎ ওই মন্ত্রীদের বরখাস্ত করা এবং একই সঙ্গে বিধানসভার আইন ও পবিত্রতা নষ্ট করার অভিযোগে তাদের গ্রেফতার উচিত।
karnataka-show
উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় টিভি চ্যানেলটি লক্ষণ সাবাদি, সিসি পাতিল ও কৃষ্ণ পালেমারের পর্নো ও ধর্ষণ দৃশ্য দেখার ভিডিওটি সম্প্রচার করে। পদত্যাগের আগে তারা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেন।

মন্ত্রী লক্ষণ সাবাদি বলেন, ‘আমি তো অপরাধী নই। সাংবাদিকদের তোলা ভিডিওতে আমার হাতে যে মোবাইলফোন দেখা যাচ্ছে এটি আমার নিজের নয়। এছাড়া আমি ওই ভিডিও ক্লিপিংয়ে এক বিদেশিকে চার পুরুষের উত্ত্যক্ত করার দৃশ্য দেখছিলাম, পর্নো ভিডিও নয়। ’

এদিকে, মঙ্গলবারই দুই মন্ত্রীর ওই পর্নো ভিডিও কেলেঙ্কারি ফাঁসের সূত্র অবশ্য বলে ভিন্ন কথা। তারা বলে, মন্ত্রী লক্ষণ সাবাদি ও সিসি পাতিল পার্লামেন্ট হাউসে বসে পরপর দুটি ভিডিও ক্লিপ দেখেন। একটি হচ্ছে পর্নোগ্রাফি ও অপরটি একটি ধর্ষণ দৃশ্য।

এ ব্যাপারে দিল্লী থেকে বিজেপি বলেছে, ‘রাজনীতিবীদদের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকে। তাই তাদের একটি নৈতিক দায়বদ্ধতা থাকা উচিত। ’

এদিকে, দুই মন্ত্রীর পর্নো ভিডিও দেখার দৃশ্য টিভিতে আসার পর মঙ্গলবার বিকেলে দলের উত্তেজিত সমর্থকরা লক্ষণ সাবাদির বাড়িতে ঢিল ছুড়ে প্রতিবাদ জানায়।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।