ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালদ্বীপের নতুন প্রেসিডেন্টকে ভারতের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, ফেব্রুয়ারি ৮, ২০১২
মালদ্বীপের নতুন প্রেসিডেন্টকে ভারতের সমর্থন

নয়াদিল্লি: মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে ভারত। বুধবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওয়াহিদ।

এসময় তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করার ইচ্ছার কথা জানিয়েছেন।

গত মঙ্গলবার বিরোধীদের সঙ্গে পুলিশের অভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের নাটকীয় পদত্যাগের পর ভারতের সঙ্গে যোগাযোগ করলেন নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ।

এদিকে মালদ্বীপে নতুন সেনা ও পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান নিয়োগ পেয়েছেন মালে কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার আহমেদ শিয়াম।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় বুধবার টুইটারে জানিয়েছে, ওয়াহেদ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহাল রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে শিগিগির সাক্ষাত করতে চান তিনি।

মালদ্বীপের নতুন  প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানিয়ে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর চিঠির পরই তাদের মধ্যে টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়।

চিঠিতে মনমোহন সিং লিখেছেন, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে মালদ্বীপের সঙ্গে ভারতের কার্যক্রম অব্যাহত থাকবে। মালদ্বীপকে স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং সম্ভানাময় করে গড়ে তুলতে সেদেশের জনগণের প্রচেষ্টায় ভারত তার সহযোগিতা অব্যাহত রাখবে।

মালদ্বীপ কৌশলগতভাবে ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অবস্থিত। ভারত এবং মালদ্বীপের মধ্যকার সম্পর্ক খুব ঘনিষ্ঠ হওয়ার এটা একটা অন্যতম কারণ।

এর আগে ১৯৮৮ সালে শ্রীলঙ্কার কথিত বিদ্রোহীদের মদদে মালদ্বীপে অভ্যুত্থান চেষ্টা ঠেকাতে তৎকালীন প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমের ডাকে সাড়া দিয়েছিল ভারত।

উল্লেখ্য, প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ গণবিক্ষোভের মুখে গত মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট ওয়াহিদ এই দাবি করলেও নাশিদ বুধবার বলেছেন, অস্ত্রের মুখে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

মোহাম্মদ নাশিদ মালদ্বীপে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট।

সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট ওয়াহিদ বুধবার জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। সেই সঙ্গে ২০১৩ সালে নির্ধারিত সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বাংলাদে সময়: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।