ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার হোমসে ট্যাঙ্ক নিয়ে হামলা, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, ফেব্রুয়ারি ৮, ২০১২
সিরিয়ার হোমসে ট্যাঙ্ক নিয়ে হামলা, নিহত ৪০

দামেস্ক: ষষ্ঠ দিনের মতো অবরুদ্ধ হোমস শহরে বুধবার সরকারি বিহিনীর হামলায় কমপক্ষে ৪০ জন বিক্ষোভাকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় মানবাধিকার কর্মীরা বলছে, সেনা বাহিনী ট্যাঙ্ক বহর নিয়ে হোমসের আবাসিক এলাকার আরো গভীরে প্রবেশ করেছে।

ভারী গোলাবর্ষণ চলছে।

‘প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশে রক্ষপাত বন্ধে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ’ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের এই বক্তব্যের একদিন পরেই সিরীয় নিরাপত্তা বাহিনীর হাতে এই হতাহতের খরব পাওয়া যাচ্ছে।

মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, বিরোধীদের শক্ত ঘাঁটি হোমস শহরে নিরাপত্তা বাহিনী বুধবার রকেট ও মর্টারের গোলাবর্ষণ করছে। সেনা বাহিনীর ট্যাঙ্ক ইনশাত এলাকা পর্যন্ত প্রবেশ করেছে এবং বাব আমরের কাছাকাছি অবস্থান করছে।

বাব আমরের একজন মানবাধিকারকর্মী জানিয়েছেন, পার্শ্ববর্তী এলাকা থেকে গত চারদিন ধরে তারা গোলাগুলির আওয়াজ শুনতে পাচ্ছেন।

মানবাধিকার কর্মী হাদি আল আবদুল্লাহ দাবি করেছেন, শহরের মধ্যাঞ্চলে রাতভর গোলাবর্ষণে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে।
অনেক এলাকা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে রয়েছে। ইন্টারনেট, টেলিফোন ও মোবাইল নেটওয়ার্ক বিকল।

তিনি আরো জানান, বিরোধীদের পক্ষ থেকে পাল্টা আক্রমণ হয়নি কারণ সরকারি বাহিনী কয়েক কিলোমিটার দূর থেকে গোলাবর্ষণ করছে।

এদিকে সরকারি বার্তা সংস্থা দাবি করছে, হোমসের রাস্তায় পুলিশের একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপগুলো হামলা করেছে। তারা শহরে মর্টারের গোলাবর্ষণ করছে। হামলায় ইতোমধ্যে তিনটি তেলশোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদ্যত্যাগ প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোর কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্যর্থ হওয়ার পর বুধবার উপসাগরীয় আরব দেশগুলো থেকে সিরিয়ার রাষ্ট্রদূতদের বহিষ্কার করা হয়েছে।

উপসাগরীয় সাহায্য-সহযোগিতা কাউন্সিল জানায়, সিরিয়ায় ১১ মাসের রক্তপাত বন্ধে আরব লীগের দেওয়া ক্ষমতা হস্তান্তর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিরিয়া।

এদিকে যুক্তরাষ্ট্রও গত সোমবার তার রাষ্টদূতকে দেশে ডেকে পাঠিয়েছে। হোমসের রক্ষপাতের জবাব চেয়ে ক্যানবেরায় নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। অন্য ইউরোপীয় দেশগুলোও একই অবস্থান বজায় রেখেছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ এখন সিরিয়াতে অবস্থান করছেন। সিরিয়াতে অবস্থানকালে তিনি প্রেসিডেন্ট আসাদ এবং অন্য নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।

লাভরভের সঙ্গে আলোচনার পরে প্রেসিডেন্ট আসাদ এক ঘোষণায় বলেছেন, ‘দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যা কিছু করতে হয় তাই করা হবে। দেশের সংবিধান পুনর্গঠনে কাজ করা হবে। ’ আসাদ দেশের শাসন ব্যবস্থায় সংস্কারের প্রস্তাবও দিয়েছেন বলে জানা গেছে।

তবে তিনি একাধিকবার এরকম প্রস্তাব দিয়েছেন। কিন্তু বিক্ষোভকারীদের ওপর দমননীতি পরিহার করেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।