বার্লিন: বিগত ২০১১ সালে এই প্রথমবারের মতো জার্মানির রপ্তানি রেকর্ড ১১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর ফলে ইউরোপের সবচে বড় অর্থনীতির এই দেশটির বানিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৫ হাজার ৮শ’ কোটি ইউরো।
জার্মানির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০১১ সালে রপ্তানি হয়েছে এক লাখ কোটি ইউরো। সেই সঙ্গে অবশ্য আমদানিও বেড়েছে ১৩ দশমিক ২ শতাংশ। যা এ যাবতকালে সবচেয়ে বেশি। যার অর্থমূল্য দাঁড়ায় ৯০ হাজার ২শ কোটি ইউরো।
২০১১ সালে জার্মানির বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে। যেখানে ২০১০ সালে বাণিজ্য উদ্বৃত ছিল ১৫ হাজার ৫শ’ কোটি ইউরো।
ইউরোপীয় ইউনিয়নের এক হিসাবে, ইউরোপের ২৭টি দেশের মধ্যে জার্মানির রপ্তানি বেড়েছে সবচে বেশি। গত বছর র্জামানির রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।
এদিকে, ইউরোজোনের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ফ্রান্সে ২০১১ সালে বাণিজ্য ঘাটতি হয়েছে ৭ হাজার কোটি ইউরো।
ব্যাংক অব ফ্রান্স সর্তক করে দিয়েছে, চলতি ২০১২ সালে প্রথম তিন মাস তাদের প্রবৃদ্ধি শূন্যের কোটায় থাকবে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১২