মালে: সদ্য পদত্যাগী প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের কয়েক হাজার সমর্থক বুধবার রাজপথে বিক্ষোভে নেমেছে। পদত্যাগে বাধ্য করা হয়েছে- নাশিদের এই বক্তব্যের পর অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করছে তারা।
সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, প্রায় তিন হাজার মানুষ নাশিদের সমর্থনে রাস্তায় বিক্ষোভ করছে। তারা গত মঙ্গলবারের ঘটনাকে অভ্যুত্থান উল্লেখ করে নাশিদকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার দাবি করছে।
এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। বিক্ষোভকারীদের পিছু হটতে বাধ্য করতে গিয়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বলেও জানা গেছে।
এর আগে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রেসিডেন্ট নাশিদ বলেন, তাকে বন্দুকের নলের মুখে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। রক্তপাত এড়াতেই তিনি নিজে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১২