ক্যানবেরা: পশুদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগে অস্ট্রেলিয়ায় একটি কসাইখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। জবাইয়ের একটি ভিডিও ক্লিপ স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশের পর স্থানীয় কর্তৃপক্ষ সিডনির ওই কসাইখানা বন্ধ করার নির্দেশ দেয় বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম।
এর আগে অস্ট্রেলিয়া পশুদের সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে ইন্দোনেশিয়ায় জীবন্ত পশু রপ্তানি বন্ধ করে দেয়। রপ্তানি বন্ধের সিদ্ধান্তের এক বছর পর খোদ অস্ট্রেলিয়ার কসাইখানায় নিষ্ঠুরতার এই ভিডিও চিত্রটি প্রকাশ পেলো।
গোপন ক্যামেরায় ধারণ করা ফুটেজটি এবিসি টিভিতে দেখানো হয়। পশুর প্রতি এমন আচরণ চরম নিষ্ঠুরতা বলে অভিহিত করে কর্তৃপক্ষ হকসবেরি ভ্যালির কসাইখানাটি গত বৃহস্পতিবার বন্ধ করে দেয়।
স্থানীয় নিউ সাউথ ওয়েলস প্রদেশিক কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
ভিডিও ক্লিপটিতে দেখা যায়, কসাইখানাতে জবাইয়ের জন্য রাখা শুকরগুলোকে ময়লার আবর্জনা মাড়িয়ে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়ার সময় সেগুলোর মাথায় আবার জোরে জোরে আঘাত করা হচ্ছে। এছাড়া জবাইয়ের আগে পশুগুলোকে পুরোপুরি চেতনাহীন না করার চিত্রও উঠে এসেছে ভিডিও ক্লিপটিতে।
গত বছর ইন্দোনেশিয়ায় জীবন্ত পশু রপ্তানি বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। এবিসি টিভিতে ইন্দোনেশিয়ার কসাইখানায় পশুদের প্রতি নিষ্ঠুর আচরণের একটি ভিডিও ফুটেজ সম্প্রচারের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২