ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইইউ-ভারত মুক্তবাণিজ্য চুক্তি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, ফেব্রুয়ারি ১০, ২০১২

নয়াদিল্লি: ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মুক্তবাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। এই লক্ষ্যে যথেষ্ট বাস্তবানুগ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হারমান ভন রম্পই।



শুক্রবার এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘আমরা আশা করছি চুক্তিটি খুব শিগগির হয়ে যাবে। ’

দ্বিপক্ষীয় বাণিজ্য শক্তিশালী করার লক্ষ্যে রাজধানীতে নয়াদিল্লিতে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

২০০৮ সালে মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল। তবে শুল্ক এবং ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আলোচনাটি সফলতার মুখ দেখেনি।

ভারতের কার গাড়ির ওপর আমদানি শুল্ক এবং ইউরোপের শ্রমবাজারে ভারতীয় শ্রমিকদের সীমিত সুযোগ এসব বিষয় চূড়ান্ত চুক্তিতে স্থান পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চুক্তিতে আরো যে বিষয়গুলো অন্তর্ভূক্ত হবে তার মধ্যে রস্পরিক নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা।

ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা বলেছেন, ‘কয়েকটি বিষয় বাদে অন্যসব বিষয়ে আমরা প্রায় শেষ পর্যায়ে (চুক্তির) পৌছেছি। ’

ইউরোপীয় ইউনিয়ন ভারতের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী। ভারতের বৈদেশিক বাণিজ্যের ১৪ শতাংশই ইইউভূক্ত দেশে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘন্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।