ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালদ্বীপের ব্যাপারে ভারতের ভূমিকায় হতাশ নাশিদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫১, ফেব্রুয়ারি ১১, ২০১২
মালদ্বীপের ব্যাপারে ভারতের ভূমিকায় হতাশ নাশিদ

মালে: মালদ্বীপের সঙ্কটে মুহূর্তে ভারতের ভূমিকা হতাশ করেছে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে। শনিবার একটি ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, তার দেশের বাস্তব পরিস্থিতি যথাযথভাবে না বুঝেই ভারত যে অবস্থান নিয়েছে তাতে তিনি হতাশ হয়েছেন।



বিরোধী দল এবং পুলিশ বাহিনীর বিদ্রোহের জেরে গত মঙ্গলবার পদত্যাগ করেন মোহাম্মদ নাশিদ (৪৪)। তার ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ এখন মালদ্বীপের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

মালদ্বীপের রাজনৈতিক সঙ্কট এবং তার পদত্যাগের পর নতুন নেতাদের সঙ্গে নয়াদিল্লির আচরণে নাখোশ হয়েছেন নাশিদ।

গত বুধবার ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং মালদ্বীপের নয়া প্রেসিডেন্ট ওয়াহিদকে চিঠিতে জানান, দেশে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়াসে ভারত তাকে সমর্থন দিয়ে যাবে।

কিন্তু ভারতের এই অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছেন নাশিদ। তিনি বলেছেন, ‘আমাদের এরকম ধারণা বা বিশ্বাস যে, মালদ্বীপের বিদ্যমান পরিস্থিতির সঠিক বিচারের জন্য ভারতের কাছে প্রয়োজনীয় খবরাখবর এবং গোয়েন্দা তথ্য থেকে থাকবে। ’

তিনি বলেন, ‘কিন্তু এটা জেনে খুব হতাশ হয়েছি যে, ব্যাপার সেরকম নয়। আমি মনে করি, প্রকৃতপক্ষে যা ঘটছে লোকজনকে তার ওপর দৃষ্টি নিবদ্ধ করতে হবে। ’

মালদ্বীপে পাঠানো ভারতের বিশেষ দূত এম গণপতির কাছে এই অনুভূতির কথা বলেছেন বলে জানান নাশিদ।

নাশিদ জানিয়েছেন, গণপতির সঙ্গে বৈঠকে নিজের মতামত তুলে ধরেছেন তিনি। তিনি বলেছেন, ‘আমি যা বলেছি দূত তা প্রধানমন্ত্রীকে জানাবেন। ’

পরে ভারতীয় সাংবাদিকদের কাছে নাশিদ জোর দিয়ে বলেন, তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র খুব ভালভাবেই এগোচ্ছে। ভারতের উচিত এ ব্যাপারে একটি সুষ্ঠু ও স্বাধীন তদন্ত করা।

তার দলের অনেক নেতা মালদ্বীপের ব্যাপারে ভারতের ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন- সাংবাদিকরা এই প্রসঙ্গ তুললে নাশিদ বলেন, ‘আমাদের দলের অনেক কর্মী... তৃণমূল পর্যায়ের অনেক কর্মী বিস্মিত হচ্ছেন যে, ভারতের সঙ্গে আমাদের কেন কোনো ধরনের বোঝাপড়া হচ্ছে না? এই বিষয়টি উদ্বেগের। ’

পদত্যাগের প্রেক্ষিতে বলেন, ‘পরিকল্পনাটা অনেক আগে থেকেই করা হচ্ছিল। ওই দিন (মঙ্গলবার) সেটার বাস্তবায়ন করা হয়েছে। ’

তিনি বলেন, গত মঙ্গলবার যখন তিনি মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে যান তখন প্রতিবাদকারীদের সঙ্গে প্রায় দেড়শ’ পুলিশ কর্মকর্তা ছিল।

নাশিদ বলেন, ‘আমি চেয়েছিলাম সেনা বাহিনী তাদের আটক করুক। কিন্তু তারা তা করেনি। ’ তিনি জানান, কর্মকর্তারা তাকে ভেতরে নিয়ে গিয়ে বলে, আপনাকে পদত্যাগ করতে হবে না হলে সহিংসতা ছড়িয়ে পড়বে।

নাশিদ বলেন, ‘ওই মুহূর্তে আমি ভাবলাম, প্রতিরক্ষা দপ্তর থেকে বের হয়ে যাওয়াই সবচে সঠিক সিদ্ধান্ত হবে আর সেকারণেই তাদের বললাম, আমি পদত্যাগ করব। ’

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।