তেহরান: ইরানের পারমাণু কর্মসূচির নতুন অগ্রগতি সম্পর্কে জানাবে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতিতে বড় অর্জনের ব্যাপারে জানানো হবে।
ইরানের ইসলামি বিপ্লবের ৩৩তম বার্ষিকী স্মরণে রাজধানী তেহরানে আয়োজিত এক মহাসমাবেশে ভাষণ দেওয়ার সময় শনিবার এ কথা বলেছেন আহমেদিনেজাদ।
এ সময় তিনি আরও ঘোষণা দেন, পশ্চিমারা ইরানের বিরুদ্ধে চাপ অব্যাহত রাখলেও তেহরান তার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না।
অব্যাহত পশ্চিমা চাপ সত্ত্বেও ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি। পরমাণু বোমা তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তেহরানের আজাদি স্কয়ারে সমবেত হাজারো জনতার সামনে দেওয়া ভাষণে আহমেদিনেজাদ বলেন, ‘আল্লাহর ইচ্ছায় আগামী কয়েক দিনের মধ্যেই বিশ্ববাসী ইরানের পরমাণূ কর্মসূচির অগ্রগতি জানতে পারবে। ’
সমাবেশে আগত জনতা এ সময় জাতীয় পতাকা নাড়িয়ে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির ছবি বহন করছিল। তারা ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের ধ্বংস কামনা করে স্লোগান দেয়।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২