ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগে মিশরে দুই বিদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, ফেব্রুয়ারি ১২, ২০১২
বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগে মিশরে দুই বিদেশি আটক

কায়রো: গত শনিবার মিশরে প্রেসিডেন্ট হোসনি মোবারকের ক্ষমতাচ্যুতির প্রথম বার্ষিকীতে আইন অমান্য কর্মসূচি পালনের সময় দুই বিদেশি নাগরিক এবং তাদের এক মিশরীয় সহযোগীকে আটক করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম জানিয়েছে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক অস্ট্রেলীয় সাংবাদিক, মার্কিন শিক্ষার্থী এবং তাদের মিশরীয় দোভাষীকে আটক করেছে মিশরীয় পুলিশ।



নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, মিশরের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে ইন্ধন যোগানোর চক্রান্তে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। অস্ট্রেলিয়ার নাগরিক ফ্রিল্যান্স সাংবাদিক অস্টিন ম্যাকেল, মার্কিন নাগরিক ডেরেক লুডোভিক এবং দোভাষী আলিয়া আলাইকে মিশরের নীল নদ অববাহিকার শহর মাহাল্লা থেকে গত শনিবার আটক করা হয়।

উত্তরাঞ্চলীয় গারবিয়া প্রদেশের পুলিশ প্রধান জেনারেল মুস্তফা বাজ সাংবাদিকদের জানিয়েছেন, আটক তিন জন মাহাল্লা শহরে বসে ইন্টারনেটের মাধ্যমে মানুষকে উত্তেজিত করে বিক্ষোভ সংগঠনের চেষ্টা করছিলেন।

উল্লেখ্য, মিশরের মাহাল্লা শহরে শ্রমিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে।

কর্তৃপক্ষের অভিযোগ, আটক তিন জন লোকজনকে অর্থ দিয়ে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেওয়ার জন্য প্রলুব্ধ করছিলেন।

এদিকে মিশরের প্রখ্যাত শ্রমিক নেতা কামাল আল ফায়ামিকেও গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। তবে তাকে গ্রেপ্তারের কারণ জানা যায়নি।

প্রসঙ্গত, মিশরের বর্তমান কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করে আসছে, দেশে  সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে বিদেশি ষড়যন্ত্র রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।