ঢাকা: সিরিয়াতে আরব লিগের পর্যবেক্ষক দলের প্রধান জেনারেল মোহাম্মদ আহমেদ মুস্তাফা আল দাবাই পদত্যাগ করেছেন।
রোববার তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে আরব লিগের কর্মকর্তারা।
কর্মকর্তারা জানিয়েছে, রোববার মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের চলতি বৈঠকে আল দাবাইয়ের পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
তবে সুদানের এই সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা কী কারণে মিশন প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
সিরিয়ার পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। সরকার বিরোধীদের প্রধান ঘাঁটি হোমস শহরে নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করেছে, আলেপ্পোতে গোয়েন্দা দপ্তরে হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে এবং অন্য শহরগুলোতে সহিংসতা বেড়ে গেছে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীনের ভেটোর কারণে বিফল হয়ে যাওয়ার পর সিরিয়ার পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। এই সহিংসতা লেবানন পর্যন্ত ছড়িয়ে গেছে। সেখানেও সিরীয় প্রবাসীরা বিক্ষোভ করেছে।
এর প্রেক্ষিতে সিরিয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে রোববার কায়রোতে বৈঠকে বসেছে আরব লিগ।
আরব লিগের সিরিয়া মিশন প্রধানের পদত্যাগের খবর এমন সময় এল যখন জাতিসংঘের সঙ্গে একটি যৌথ পর্যবেক্ষক দল গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করছেন আরব লিগের পররাষ্ট্র মন্ত্রীরা।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১২