ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হিলারির বাংলাদেশ সফরের সুযোগের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

শিহাবুদ্দিন কিসলূ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৩, ফেব্রুয়ারি ৮, ২০১২
হিলারির বাংলাদেশ সফরের সুযোগের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

নিউইয়র্ক: পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের নতুন সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বাংলানিউজকে এ কথা বলেছেন।



তবে মুখপাত্র বাংলানিউজকে এও জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের খুব শিগগির বাংলাদেশ সফরে আসার কোনো পরিকল্পনা নেই।

এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেইক বাংলাদেশ সফরে আসছেন আগামী ১৪ ফেব্রুয়ারি।

তার সফর প্রসঙ্গে মুখপাত্র জানান, রবার্ট ব্লেইক আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ঢাকা অবস্থান করবেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন।

তবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন কি না সে ব্যাপারে কিছু জানানি ওই মুখপাত্র।

পররাষ্ট্র দপ্তরের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলানিউজকে বলেছেন, ‘আমরা সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত আছি। বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করার বিষয়সহ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে রবার্ট ব্লেইক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা হবে। ’

ওয়াশিংটনের একজন কূটনীতিক বাংলানিউজকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় কূটনৈতিক এবং একান্ত দ্বিপাক্ষিক বিষয়গুলোই বেশি গুরুত্ব পাবে।

ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. আকরামুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী রবার্ট ব্লেইক দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।