মোগাদিসু: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি ক্যাফে লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। বুধবার সংঘটিত হামলায় কমপক্ষে ১৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় পুলিশের একজন মুখপাত্র হাসান আলি সংবাদমাধ্যমকে জানান, মোগাদিসুর হোটেল মুনা সংলগ্ন একটি ক্যাফে লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। এই হোটেল এবং ক্যাফেতে প্রায়ই সোমালিয়ার স্থানীয় রাজনীতিক এবং আইন প্রণেতারা আসেন বলে জানান তিনি। তবে হামলায় কোন আইন প্রণেতা নিহত না হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। হোটেলটি লক্ষ্য করে এর আগেও ২০১০ সালে হামলা চালিয়ে ৩০ জনকে হত্যা করেছিলো সোমালিয়ার সরকার বিরোধী বিদ্রোহী আল শাবাব গ্রুপ।
হামলার প্রত্যক্ষদর্শীরা এবং সোমালিয়ায় অবস্থিত আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র জানান, প্রথমে ক্যাফেতে বসে থাকা লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানোর পর হামলাকারীরা গাড়িটি উড়িয়ে দেয়।
গত বছর আল শাবাব বিদ্রোহীরা রাজধানী মোগাদিসু থেকে সরে গেলেও দেশটির পশ্চিমাসমর্থিত সরকারের বিরুদ্ধে তারা প্রায়ই রাস্তার পাশে পেতে রাখা বোমার বিষ্ফোরণসহ আত্মঘাতী হামলা চালিয়ে আসছে।
বুধবারে ইউরোপিয়ান ইউনিয়নের একজন নতুন বিশেষ দূতের সোমালিয়ার রাজধানী মোগাদিসু সফরের মধ্যেই এই হামলা চালানো হলো বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এদিকে বুধবার কেনিয়ার সেনাবাহিনী দাবি করেছে, তারা সোমালিয়ার দক্ষিণাঞ্চলে আলশাবাবের অবস্থানে হামলা চালিয়ে ১৩ বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করেছে। নিহতদের মধ্যে এক জন শীর্ষ আল-শাবাব কমান্ডারও রয়েছে বলে দাবি করে কেনিয়ার সেনাবাহিনী।
উল্লেখ্য, সোমালিয়ার বর্তমান সরকারের সমর্থনে কেনিয়ার সেনাবাহিনী আল-শাবাব বিদ্রোহীদের দমনে দেশটির দক্ষিণ এবং মধ্যাঞ্চলীয় এলাকায় সামরিক অভিযান চালিয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২