সিউল: ঘুষ কেলেঙ্কারির কারণে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার সংসদের স্পিকার পার্ক হি তাই।
তার বিরুদ্ধে অবিযোগ তিনি ২০০৮ সালে গ্রান্ড ন্যাশনাল পার্টির আইনজীবিদের নতুন পার্টি প্রধান নির্বাচন করার জন্য খামে করে অর্থ প্রস্তাব করেছিলেন।
সেই নির্বাচনে পার্ক হি জিতে যান এবং ২০১০ সালে সংসদের স্পিকার হওয়ার আগ পর্যন্ত তিনি দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
পার্কের মুখপাত্র মারফত পটিত এক বিবৃতিতে পার্ক বলেন, আমি এই কেলেঙ্কারির জন্য দু:খিত। কিন্তু আমি এসব কিছুই নিজের জন্য করিনি। সব দায় আমারই। আমি আমার অবস্থান থেকে সরে দাড়াচ্ছি।
গ্রান্ড ন্যাশনাল পার্টির এক এমপি তার বিরুদ্ধে এই ঘুষের অভিযোগ আনে। পার্ক তাকে অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিল বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২