বামাকো: সাহারা অঞ্চলে অবস্থিত আফ্রিকা মহাদেশের রাষ্ট্র মালির উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তের নিকটবর্তী একটি শহর দখল করে নিয়েছে দেশটির তুয়ারেগ আদিবাসী বিদ্রোহীরা।
সরকারি বাহিনীকে হটিয়ে দিয়ে আলজেরিয়ার সীমান্ত সংলগ্ন শহর তিনজাওতান দখল করে নেওয়ার খবর সংবাদমাধ্যমকে জানান তুয়ারেগ বিদ্রোহীদের মূখপাত্র মোহামেদ আল ঘালি।
মালির এক সরকারী মূখপাত্র বিদ্রোহীদের দাবির সত্যতা নিশ্চিত করে বলেছেন, শহরটিতে মোতায়েন সরকারি বাহিনী কৌশলগত কারণে সেখান থেকে সরে এসেছে। তবে শহর দখলকে কেন্দ্র করে লড়াই বা নিহত হওয়ার কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
এদিকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন তুয়ারেগ বিদ্রোহীদের প্রতি অবিলম্বে লড়াই বন্ধ করার আহবান জানিয়েছেন। সমস্যার সমাধানে মালির সরকারের সঙ্গে আলোচনায় বসতে তিনি বিদ্রোহীদের প্রতি আহবান জানান।
এদিকে লড়াই শুরুর পর থেকে মালির উত্তরাঞ্চল থেকে এর মধ্যে প্রায় ২০ হাজার লোক পালিয়ে প্রতিবেশী বার্কিনো ফাসো ,আলজেরিয়া এবং মৌরিতানিয়ায় আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া লড়াই থেকে বাচঁতে আরও ১৫ হাজার লোক প্রতিবেশী নাইজারের সীমান্ত অতিক্রম করেছে বলে জানিয়েছে সংস্থাটি।
এই অঞ্চলে তুয়ারেগ আদিবাসীদের নিয়ে গঠিত সশস্ত্র সংগঠন আজাওয়াদ ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট এবং অন্যান্য তুয়ারেগ যোদ্ধারা নিজেদের জন্য একটি স্বতন্ত্র আবাসভূমির জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।
সাহারা অঞ্চলে তুয়ারেগ আদিবাসী গোষ্ঠির প্রায় ১৫ লক্ষ্য মানুষ বাস করে। বিভিন্ন গোত্র এবং উপগোত্রে বিভক্ত তুয়ারেগরা উত্তর আফ্রিকা ও সাহারা অঞ্চলের দেশগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২