ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়া ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, ফেব্রুয়ারি ৯, ২০১২
সিরিয়া ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক তুরস্কের

আঙ্কারা: সিরিয়া ইস্যুতে আঞ্চলিক নেতাদেরসহ আন্তর্জাতিক সম্মেলনের ডাক দিয়েছে তুরস্ক। সিরিয়ার ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই এই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানানো হয়।



গতকাল তুরস্কের একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে তুরস্কের পররাষ্ট্রতন্ত্রী আহমেদ দাভোতোগলু বলেন, সিরিয়ার অবস্থা নিয়ে দেশগুলো উদ্বিগ্ন। সিরিয়া ইস্যুতে সবাই একটা সমাধানের রাস্তায় আসতে চাইছে। যার কারণে আমরা এক সম্মেলনের ডাক দিয়েছি। যত দ্রুত সম্ভব সম্মেলনটি করা হবে। ’

সম্মেলনটি সম্ভবত তুরস্ক অথবা অন্য কোনো শহরে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু এটা অবশ্যই আঞ্চলিক দেশগুলোর মধ্যে একটিতে হতে হবে বলেও জানান দাভোতোগলু।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া এবং চীনের ভেটোর পর তুরস্ক এই উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।  

দাভোতোগলু আরও জানায়, আমরা সিরিয়াকে তার ভাগ্যের ওপর ছেড়ে দিতে পারি না। আমরা নতুন এক রোডম্যাপ তৈরি করতে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।