মালে: মালদ্বীপের ফৌজদারি আদালত বহিষ্কৃত প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদকে গ্রেফতারের আদেশ দিয়েছে। এছাড়াও নাশিদের সঙ্গে সঙ্গে সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকেও গ্রেফতারের আদেশ দিয়েছে আদালত।
তবে কি কারনে তাদের গ্রেফতারের আদেশ দেওয়া হয়েণে তা পরিষ্কার নয়। নাশিদের মালদ্বীপের ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি)এক মুখপাত্র এতথ্য জানান।
এমডিপি মুখপাত্র আদম মানিক একটি আন্তর্জাতিক বার্তাসংস্থাকে জানান, নাশিদ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে কি কারণে এই পরোয়ানা জারি করা হয়েছে সে ব্যাপারে আমরা পরিষ্কার নই।
ইতোমধ্যেই পুলিশ এবং সেনারা নাশিদকে গ্রেফতারের জন্য অভিযান শূরু করে দিয়েছে। তবে নাশিদ এই মুহুর্তে মালদ্বীপের বর্তমান অবস্থা নিয়ে আলোচনার জন্য কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২