মালে: মালদ্বীপের সদ্য বহিষ্কৃত প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদের পরিবার দেশ ছেড়ে শ্রীলংকায় চলে গেছে। সানডে লিডার নামে শ্রীলংকার একটি গণমাধ্যম এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছে।
বুধবার রাতেই নাশিদের স্ত্রী লায়লা আলী শ্রীলংকায় পৌঁছান। তবে তার সঙ্গে আর কারা আছেন তা জানা যায়নি।
লায়লা আলী শ্রীলংকায় পৌঁছার পর দেশটির প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপাকসেকে ফোনে তার আসার সংবাদ দেন বলেও গণমাধ্যমটি জানায়।
লায়লা আলীর ফোনের পর মহেন্দ্র রাজাপাকসে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদকে ফোন করেন। নাশিদের নিরাপত্তার প্রতি জোর দেওয়ার জন্য তিনি ওয়াহিদের প্রতি আহবান জানান।
ওয়াহিদ রাজাপাকসেকে নিশ্চয়তা দিয়ে বলেন, নাশিদের কোনো ক্ষতি হবে না।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২