ইসলামাবাদ: পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় চার সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এই হামলা চালানো হয়।
ওয়াজিরিস্তান কর্তৃপক্ষ জানায়, মিরামশায় একটি ড্রোন বিমান পরপর দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মিরামশাহ উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর।
গত কয়েকদিনের মধ্যে পাকিস্তানে এটা দ্বিতীয় ড্রোন হামলা। মিরামশাহর নিকটবর্তী এলাকায় এর আগের ড্রোন হামলায় দশজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়।
কর্তৃপক্ষের দাবি অনুযায়ী পাকিস্তানী তালেবান জঙ্গিরা মিরামশাতে বাসা-বাড়ি ভাড়া নিয়ে আত্মগোপন করে আছে।
উত্তর ওয়াজিরিস্তানে শুধু তালেবানরাই সক্রিয় নয়। তালেবান, আল কায়েদা এবং হাক্কানি নেটওয়ার্কও এখানে বেশ শক্তিশালী অবস্থান নিয়ে আছে বলেও জানায় পাকিস্তানী কর্তৃপক্ষ।
আফগানিস্তান সীমান্ত ওই অঞ্চলের নিকটবর্তী হওয়ায় যেকোনো সময় জঙ্গিরা দেশটিতে ঢুকে পরতে পারছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২