ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতকে পণ্য দেওয়া বন্ধ করে দিল তালেবান! 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, আগস্ট ২১, ২০২১
ভারতকে পণ্য দেওয়া বন্ধ করে দিল তালেবান! 

আফগানিস্তান দখলের পর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক জোরদার করার কথা বললেও ভারতে পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে তালেবান। এমনটাই দাবি করেছে নয়াদিল্লি।

 

ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের ভেতর দিয়ে সড়কপথে ভারতে দেশটির পণ্য পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তালেবান।  

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন্সের মহাপরিচালক অজয় সাহাই বলেছেন, তালেবান সড়কপথে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছে এবং ভারত অভিমুখী পণ্য পাকিস্তানে প্রবেশের ট্রানজিট রুটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।  তবে দুবাইয়ের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এদিকে আফগানিস্তানের নিরপেক্ষ কোনো সূত্র থেকে ভারতীয় কর্মকর্তার এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতা দখলে নিয়েছে তালেবান। তালেবান এমন সময় এ পদক্ষেপ নিয়েছে যখন আফগানিস্তানে উৎপাদিত পণ্য ভারতে সবচেয়ে বেশি রফতানি হয়।

এর আগে, আফগানিস্তানে সৈন্য পাঠানো নিয়েও ভারতকে  হুঁশিয়ারি দিয়েছিল তালেবান।  

বাংলাদেশ সময় ঘণ্টা: ১২০৭, আগস্ট ২১, ২০২১
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।