ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণে আসছে ইইউ কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, ফেব্রুয়ারি ৯, ২০১২
মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণে আসছে ইইউ কর্মকর্তারা

ব্রাসেলস: মিয়ানমারে আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণে আসছে ইউরোপীয় ইইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা। তবে সেই সঙ্গে দেশটিকে ১৫ কোটি ইউরো অর্থ সহায়তা দেওয়ার বিষয়টিও পরিস্থিতির আলোকে বিবেচিত হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তারা।



এ ব্যাপারে ইইউ’র বিদেশি সহায়তা বিষয়ক প্রধান আনদ্রিস পাইবালগস বলেছেন, মিয়ানমারে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের জন্য আসন্ন উপ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। সংস্কারের বিষয়টি এখনো নাজুক অবস্থায় আছে বলে তারা মনে করছেন।

তবে অর্থ সহায়তার জন্য তারা কোনো শর্ত বেঁধে দিচ্ছেন না। কারণ তারা সাধারণ মানুষকে সহায়তার জন্যই এই অনুদান দিচ্ছেন বলে উল্লেখ করেছেন।

জাতীয় ঐক্যের স্বার্থে সুষ্ঠু ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন আনদ্রিস। তবে আগামী ১ এপ্রিল অনুষ্ঠেয় উপনির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ‘মিয়ানমারে এখন খুব খোলামেলা এবং প্রতিশ্রুত গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও পরিস্থিতি এখনো যথেষ্ট নাজুক। ’

আগামী শনিবার ইইউ প্রতিনিধি দল মিয়ানমার সফরে আসবে। এ সময় তারা প্রেসিডেন্ট থেইন সিনের সঙ্গে সাক্ষাত করবেন বলে জানিয়েছেন আনদ্রিস।

গত বছরের মার্চে রাজনৈতিক সংস্কার শুরুর পর এটি হলো ইইউ কর্মকর্তাদের প্রথম মিয়ানমার সফর।

আনদ্রিস জানিয়েছেন, এই সফরের মাধ্যমে তারা এই বার্তা দিতে চান যে, মিয়ানমার এখন যা করছে তারা তাকে স্বাগত  জানান। আর সেই সঙ্গে অন্য রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়াসহ তাদের আরো অনেক কিছূ করতে হবে। আর আসন্ন উপনির্বাচনের ওপর নির্ভর করছে সরকারের সংস্কার প্রক্রিয়া এবং আন্তরিকতার বিশ্বাসযোগ্যতা।

উল্লেখ্য, চলমান সংস্কার প্রক্রিয়াকে উৎসাহিত করতে মিয়ানমারের ওপর থেকে ক্রমান্বয়ে অবরোধ শিথিল করতে রাজি হয়েছে ইইউ। এই প্রক্রিয়ার শুরুতেই মিয়ানমারের ক্ষমতাসীন নেতাদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। অন্য অবরোধগুলোও এক এক করে প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ।

একই সঙ্গে মিয়নামারকে ১৫ কোটি ইউরো অতিরিক্তি অর্থ সহায়তা দেবে ইইউ। তবে এটা দেওয়া হবে আগামী দুই বছরে।
১৯৯৬ সাল থেকে ম্যালেরিয়া এবং যক্ষ্মা প্রতিরোধের জন্য মিয়ানমারকে ১৭ কোটি ৪০ লাখ ইউরো অর্থ সহায়তা দিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।