মালে: আদালত থেকে মালদ্বীপের সদ্য বহিষ্কৃত প্রেসিডেন্ট মুহাম্মদ নাশিদকে আদালত গ্রেফতারের আদেশ দিয়েছে। আদালতের এই আদেশের পর নাশিদের সমর্থকরা গ্রেফতার করতে না দেওয়ার জন্য তার বাড়ি ঘিরে রেখেছে।
নাশিদের বাড়ির চারপাশে প্রতিবাদ করছে তার সমর্থকরা। নাশিদের সমর্থকরা জানায়, আমাদের ধারনা পুলিশ তাকে রাতের বেলা গ্রেফতার করতে পারে। তবে মধ্যরাতে গ্রেফতার করার সম্ভাবনাই বেশি।
বুধবার নাশিদের সমর্থকরা নাশিদের বহিষ্কারের পর রাজধানী মালের কিছু পুলিশ স্টেশন দখল করে নেয়। এর পরপরই মালদ্বীপের ফৌজদারি আদালত নাশিদকে গ্রেফতারের আদেশ দেয়।
এদিকে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ওয়াহিদ দেশবাসীকে শান্ত থাকার জন্য এবং রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য আহবান জানিয়েছেন।
নাশিদ সমর্থকরা অন্তত দশটি দ্বীপের দখল নিয়ে নিয়েছে। মালদ্বীপের মোট দ্বীপের সংখ্যা ১২০০।
ইতোমধ্যেই নাশিদের পরিবার দেশ ছেড়ে শ্রীলংকায় চলে গেছে। শ্রীলংকার তথ্য মন্ত্রণালয় মুখপাত্র বান্দুলা জয়সাকেরা নাশিদের পরিবারের শ্রীলংকা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
নাশিদের মিত্ররা বলছে, নাশিদকে এবং তার দলের শীর্ষ নেতাদের পুলিশ রাস্তায় পিটিয়েছে।
নাশিদই মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রেসিডেন্ট।
রাজধানী মালে’র পুলিশ মুখপাত্র আহমেদ সায়েম বলেন, আজ নাশিদের সমর্থকরা শহরের কিছু পুলিশ স্টেশন দখল করে নিয়েছে।
তবে প্রত্যক্ষদর্শীদের মতে, মোট দশটি পুলিশ স্টেশনের দখল নিয়েছে নাশিদের সমর্থকরা।
নাশিদ দেশবাসীর প্রতি এক বক্তব্যে বলেন, আমরা আবারও ক্ষমতায় আসবো। আমরা কখনও পিছু হটবো না। আমি এই ক্যু’কে মানি না এবং মালদ্বীপে আবার ন্যায়ের শাসন ফিরে আসবে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২