বিশ্বের সবচেয়ে প্রবীণ যমজ হিসেবে খ্যাত দুই বোন এডিথ রিচি এবং ইভিলেন ইভি গত নভেম্বরে পৃথিবীতে নিজেদের ১০২তম বছর পার করেছেন। স্কটল্যান্ডের এবারডিনসায়ারে বসবাসকারী এই দুই বোন ইতিমধ্যেই গিনেজ বুকে নাম লিখিয়েছেন।
রিচি এবং ইভি জন্মেছিলেন ১৯০৯ সালে। বর্তমানে তারা থাকেন এবারডিনসায়ারের ইলন শহরের বনিটন কেয়ার হোমে। আশ্চর্যের বিষয় হলো তারা কখনোই নাকি যুক্তরাজ্যের বাইরে যাননি।
তাদের চেহারার বৈশিষ্ট্যের এমনি মিল যে, পূর্ব পরিচিত ছাড়া অন্য কারো পক্ষে তাদের আলাদা করা কঠিন। তাদের মাও ছোটবেলায় দুজনকে একই কাপড় পরিয়ে রাখতেন।
বিয়ের আগ পর্যন্ত এই দুই বোন একটি ফার্মে কাজ করতেন। ইভির স্বামীর নাম উইলিয়াম মিডেলটন এবং তার চার সন্তান। অন্যদিকে এডিথের স্বামীর নাম নাথানিল রিচি। তারও সন্তান সংখ্যা চার।
সাধারণ জীবনযাপন, কঠোর পরিশ্রম এবং ভালো জীবনসঙ্গীই তাদের এই দীর্ঘ জীবনের রহস্য বলে জানান তারা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের এডিটর ইন চিফ ক্রেগ গেøন্ডি বলেন, ‘এডিথ আর ইভি অবিস্মরণীয় জুটি। তারা যখন জন্মেছিলেন, তখন মার্ক টোয়েন আর ফ্লোরেন্স নাইটিঙ্গেল জীবিত ছিলেন। আমারা এখনো তাদের মত জীবনী শক্তি অর্জন করে উঠতে পারিনি। ’
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রæয়ারি ০৯, ২০১২