মেক্সিকোতে হারিকেন গ্রেসের আঘাতে আটজনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
এর আঘাতে মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনই ভেরাক্রুজ রাজ্যের জালাপার বাসিন্দা। অন্যজন পোজারিকার।
এ ঘটনায় মেক্সিকোর জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, আঘাতের সময় গ্রেসের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় অন্তত ১২০ কিলোমিটার। এদিকে প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসের কারণে বিভিন্ন এলাকায় পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার ফলে ভূমিধসের সম্ভবনা রয়েছে।
ভেরাক্রুজের গভর্নর কুইতলাহুক গার্সিয়া জিমেনজি এক সংবাদ সম্মেলনে বলেন, ভেরাক্রুজ, পুয়েবলা, টাক্সালা, হিডালগো, নরদার্ন, কুয়েরেত্রো ও পূর্বাঞ্চলীয় স্যান পোতোসি এলাকাগুলো সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসের হুমকিতে থাকতে পারে। আগামী দিনগুলোতে এসব এলাকায় ৬ থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখিত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি থাকবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমরা স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছি। গ্রেসের আঘাতে দেশটিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
আরবি