ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এবারও শীর্ষস্থান ধরে রাখল রিয়েল মাদ্রিদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, ফেব্রুয়ারি ৯, ২০১২
এবারও শীর্ষস্থান ধরে রাখল রিয়েল মাদ্রিদ

ঢাকা: খেলোয়ারদের পারফরমেন্সে ভাটা পড়লেও শীর্ষ ধনী ক্লাবের মর্যাদা কিন্তু ঠিকই ধরে রেখেছে স্পেন দেশীয় ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদ।

বিগত ২০১১ সালে ৪৮ কোটি ইউরো আয় করে টানা সপ্তমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব হওয়ার গৌরব অর্জন করেছে এই ফুটবল জায়ান্ট।

দেলোয়িত্তের ‘ফুটবল মানি লিগ’ তালিকা অনুযায়ী স্পেনিশ এই ক্লাবটি ধনী ফুটবল ক্লাবের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

বিশ্বের ফুটবল ক্লাবগুলোর বাৎসরিক আয়ের ভিত্তিতে দেলোয়িত্তের ‘ফুটবল মানি লিগ’ ধনী ক্লাবগুলোর একটি তালিকা প্রতি বছরই প্রকাশ করে।

আগামী বছরও যদি রিয়েল মাদ্রিদ এই অবস্থান ধরে রাখতে পারে তাহলে ক্লাবটি ব্রিটিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের টানা আটবার বিশ্বে সর্বোচ্চ উপার্জনকারী ক্লাব হওয়ার রেকর্ড ছুঁতে পারবে।

এদিকে গত বছর আয়ের ভিত্তিতে এবার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আরেক স্পেলিশ ক্লাব বার্সেলোনা। সাবেক শীর্ষ ম্যানচেস্টার ইউনাইটেড এবার তালিকায় তিন নম্বরে স্থান পেয়েছে।

এবার চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে যথাক্রমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ, ব্রিটিশ ক্লাব আর্সেনাল ও চেলসি। তবে গতবারেও তারা একই অবস্থানে ছিল।

গত বছরের তালিকার প্রথম সাতটি ক্লাবের অবস্থান এ বছরও অপরিবর্তিত রয়েছে। তবে ব্রিটিশ ক্লাব লিভার পুল গত বারের অষ্টম অবস্থান হারিয়ে এবার নবমে নেমে গেছে।

উল্লেখ্য, তালিকায় স্থান পাওয়া ২০টি ক্লাবের মধ্যে বেশিরভাগই এসেছে ইউরোপিয়ান লিগের ‘বিগ ফাইভ’ থেকে। এর মধ্যে ইতালির ৫টি, জার্মানির ৪টি, স্পেনের ৩টি এবং ফ্রান্সের ২টি। গত বছর অবশ্য ফ্রান্সের ৩টি ক্লাব তালিকায় স্থান পেয়েছিল, এবার একটি ঝরে গেছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।