মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানদের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছেন বলে খোঁচা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, এটা তো সেনা প্রত্যাহার নয়।
শনিবার আলাবামায় এক র্যালিতে ট্রাম্প এসব কথা বলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্য বিবিসি।
তিনি বলেন, এই সামরিক পরাজয় সব সময়ের মধ্যে বড় পরাজয় হয়ে থাকবে। এটা এভাবে হওয়া উচিত ছিল না। শত শত কোটি ডলারের অস্ত্র ও সরঞ্জাম ফেলে আসা হয়েছে (আফগানিস্তানে)। আর তা চলে গেছে তালেবানের হাতে। এর মধ্যে রয়েছে ৬ লাখ অ্যাসল্ট রাইফেল, দুই হাজার সাঁজোয়া যান, ৪০টি যুদ্ধবিমান।
ট্রাম্প আরও বলেন, এটা তো হওয়ার কথা ছিল না। সবার উচিত ছিল, প্রতিজন মানুষ, আমাদের নাগরিক, অস্ত্র—সব যতক্ষণ আফগানিস্তান ত্যাগ না করবে, ততক্ষণ সেখানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মোতায়েন রাখা। তারপর আমাদের সব ঘাঁটিতে বোমা মেরে উড়িয়ে দিয়ে তাদের বলা উচিত ছিল ‘বাই বাই’।
বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২১
এমজেএফ