ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবানের কাছে আত্মসমর্পণ যুক্তরাষ্ট্রেরও!  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, আগস্ট ২৩, ২০২১
তালেবানের কাছে আত্মসমর্পণ যুক্তরাষ্ট্রেরও!  

আফগান দখলের পর তালেবানের কাছে বাগরাম বিমান ঘাঁটি এবং সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সমর্পণ করেছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি।  

রোববার সিবিএস নিউজকে নিকি হ্যালি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছে।

 

বিমান ঘাঁটি ও সাড়ে আট হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেওয়ায় বাইডেনের প্রশাসনকে নিন্দা জানান নিকি। তিনি বলেন, জনগণকে ফেলে রেখে আগে সেনাদেরকে নিরাপদে সরিয়ে নিয়েছে বাইডেন প্রশাসন।  
আফগানিস্তানে মার্কিন জনগণের জীবন এতে করে ঝুঁকির মুখে পড়তে পারে।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।