ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে ২ পক্ষের মধ্যে গোলাগুলি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
কাবুল বিমানবন্দরে ২ পক্ষের মধ্যে গোলাগুলি, নিহত ১

কাবুল বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে আফগান রক্ষীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

এ সময় গোলাগুলিতে মার্কিন ও জার্মান সেনারাও জড়িয়ে পড়েন।

সোমবার (২৩ আগস্ট) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এ ঘটনায় জার্মান সেনাবাহিনীর টুইট করে জানিয়েছে, বিমানবন্দরের উত্তর গেটে আফগান নিরাপত্তা কর্মী ও পশ্চিমা সেনা সদস্যদের সঙ্গে অজ্ঞাতপরিচয়ের কয়েকজন বন্দুকধারীর গোলাগুলি হয়। এতে এক আফগান নিরাপত্তাকর্মী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

তবে নিহত ওই ব্যক্তি বিমানবন্দরে পাহারার দায়িত্বে থাকা কোনো তালেবান সদস্য কিনা তা টুইটে উল্লেখ করেনি জার্মান বাহিনী।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক সব লোককে সরিয়ে নিতে মার্কিন ও তাদের নেতৃত্বাধীন বিদেশি বাহিনী কাজ করছেন। এজন্য সেনা প্রত্যাহারের চূড়ান্ত তারিখ ৩১ আগস্ট পার হয়ে যেতে পারে।

প্রসঙ্গত, কাবুল দখলের পর থেকে হাজার হাজার আফগান ও বিদেশি নাগরিক বিমানবন্দরটিতে জড়ো হয়েছেন আফগানিস্তান ছাড়ার জন্য। এরপর থেকে বিমানবন্দরটির পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে আছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১/আপডেট: ১৩৩৬ ঘণ্টা,
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।