ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কারাগারে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যা চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, আগস্ট ২৩, ২০২১
কারাগারে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যা চেষ্টা জিনাইন আনেজ

গণহত্যা চালানোর অভিযোগে কারাগারে থাকা বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনাইন আনেজ আত্মহত্যার চেষ্টা করেছেন।  

সোমবার (২৩ আগস্ট) কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

 

এতে বলা হয়, আত্মহত্যার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বেঁচে গেছেন ৫৪ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট আনেজ। তার বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে।  

কারাগারের পরিচালক জুয়ান কার্লস লিমপিয়াস জানান, আনেজ বর্তমানে তার পরিবারের সঙ্গে রয়েছেন।  

আনেজের মেয়ে ক্যারোলিনা রিবেরা বলেন, মানসিক অবসাদের কারণে গত শনিবার (২২ আগস্ট) মা আত্মহত্যার চেষ্টা করেন। তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন।  

২০১৯ সালে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন বলে অভিযোগ আনা হয় আনেজের বিরুদ্ধে। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ২২ জন নিহত হন। এদের সবাই সাবেক প্রেসিডেন্ট মোরালেসের সমর্থক।  

চলতি বছরের শুরুতে গণহত্যা চালানোর অভিযোগে আনেজকে আটক করা হয়। তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় তাকে কারাগারে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।