ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

‘তালেবানকে সাড়ে ৮ হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছে আমেরিকা’ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, আগস্ট ২৩, ২০২১
‘তালেবানকে সাড়ে ৮ হাজার কোটি ডলারের অস্ত্র দিয়েছে আমেরিকা’  নিকি হ্যালি

আফগানিস্তানে তালেবানকে সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র।  

সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তালেবানের কাছে বাগরাম বিমান ঘাঁটি সমর্পণ করেছে, যা ন্যাটো কেন্দ্র ছিল। তারা সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সমর্পণ করেছে। এটি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ। তারা তাদের সঙ্গে আলোচনা করেনি।  

তিনি আরও বলেন, জো বাইডেনের প্রশাসন মার্কিন নাগরিকদের আফগানিস্তানে ফেলে এসেছে।  প্রকৃতপক্ষে তাদের সরিয়ে নেওয়ার আগে তারা সেনাদের সরিয়ে নিয়েছে।

এছাড়া, তারা আফগান মিত্রদের ফেলে এসেছেন যারা আমার স্বামীর মতো লোকদের নিরাপত্তা দিয়েছিল।  নিকি হ্যালি ৩১ আগস্টের সময়সীমা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০০১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।