বেইজিং: চলতি বছরের জানুয়ারি মাসে চীনের মূল্যস্ফীতি আগের চেয়ে ব্যাপক হারে বেড়েছে। গত বছরের জুলাইতে এই মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ পর্যায়ে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো থেকে বলা হয়, চলতি বছরের শুরুতে ভোক্তামূল্য বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ। ডিসেম্বরে এই হার ছিল ৪ দশমিক ১ শতাংশ।
বিশ্লেষকরা আশা করছেন, এই হার ৪ শতাংশে নেমে আসবে। উচ্চ ভোক্তামূল্য চীনের উন্নয়নে বাধার সৃষ্টি করবে বলেও মনে করেন তারা।
এদিকে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় দেশটি বাণিজ্য নীতিমালা আরও সহজ করবে বলে আশা করা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২