ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মূল্যস্ফীতি বেড়েছে চীনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৯, ফেব্রুয়ারি ৯, ২০১২

বেইজিং: চলতি বছরের জানুয়ারি মাসে চীনের মূল্যস্ফীতি আগের চেয়ে ব্যাপক হারে বেড়েছে। গত বছরের জুলাইতে এই মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ পর্যায়ে।

মূল্যস্ফীতি বাড়ার পেছনে নতুন চান্দ্র বছরে দেশটির ভোক্তাদের ব্যায় বৃদ্ধিকে মনে করা হচ্ছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো থেকে বলা হয়, চলতি বছরের শুরুতে ভোক্তামূল্য বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ। ডিসেম্বরে এই হার ছিল ৪ দশমিক ১ শতাংশ।

বিশ্লেষকরা আশা করছেন, এই হার ৪ শতাংশে নেমে আসবে। উচ্চ ভোক্তামূল্য চীনের উন্নয়নে বাধার সৃষ্টি করবে বলেও মনে করেন তারা।

এদিকে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় দেশটি বাণিজ্য নীতিমালা আরও সহজ করবে বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।