ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মন্দিরে ভক্তদের দান ৩৬ কেজি স্বর্ণ, ৪০১ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, ফেব্রুয়ারি ৯, ২০১২
মন্দিরে ভক্তদের দান ৩৬ কেজি স্বর্ণ, ৪০১ কোটি রুপি

মহারাষ্ট্র: ভারতের মহারাষ্ট্র রাজ্যের আহমেদাবাদ জেলায় শিরদি সাঁই বাবা মন্দিরে ৩৬ কেজি স্বর্ণ এবং নগদ ৪০১ কোটি রুপি দান করেছে ভক্তরা।

গত বুধবার কর্মকর্তা জানিয়েছেন, এবারের এই দান ২০১০ সালের চেয়ে ২০ শতাংশ বেশি।



শিরদি সাঁই বাবা ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা কিশোর মোর জানিয়েছেন,  ভক্তদের কাছ থেকে ট্রাস্ট ৩৬ কেজি স্বর্ণ গ্রহণ করেছে। ২০১০ সালে সারা বিশ্বের ভক্তদের দান করা স্বর্ণের পরিমাণ ছিল ৩১ কেজি। এবার রুপা এসেছে ৪৪০ কেজি যেখানে ২০১০ সালে জমা পড়েছিল ৩২০ কেজি।

ভারতের এই উপসনালয়টিকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী তীর্থস্থান বলে বিবেচনা করা হয়।

এবার বিদেশি মুদ্রার আকারে দান এসেছে ৬ কোটি ২৮ রাখ রুপি। ২০১০ সালে এই দানের পরিমাণ ছিল ৫ কোটি ৪৩ লাখ রুপি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।