মহারাষ্ট্র: ভারতের মহারাষ্ট্র রাজ্যের আহমেদাবাদ জেলায় শিরদি সাঁই বাবা মন্দিরে ৩৬ কেজি স্বর্ণ এবং নগদ ৪০১ কোটি রুপি দান করেছে ভক্তরা।
গত বুধবার কর্মকর্তা জানিয়েছেন, এবারের এই দান ২০১০ সালের চেয়ে ২০ শতাংশ বেশি।
শিরদি সাঁই বাবা ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা কিশোর মোর জানিয়েছেন, ভক্তদের কাছ থেকে ট্রাস্ট ৩৬ কেজি স্বর্ণ গ্রহণ করেছে। ২০১০ সালে সারা বিশ্বের ভক্তদের দান করা স্বর্ণের পরিমাণ ছিল ৩১ কেজি। এবার রুপা এসেছে ৪৪০ কেজি যেখানে ২০১০ সালে জমা পড়েছিল ৩২০ কেজি।
ভারতের এই উপসনালয়টিকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী তীর্থস্থান বলে বিবেচনা করা হয়।
এবার বিদেশি মুদ্রার আকারে দান এসেছে ৬ কোটি ২৮ রাখ রুপি। ২০১০ সালে এই দানের পরিমাণ ছিল ৫ কোটি ৪৩ লাখ রুপি।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২