ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টিকা নিলে ওমরাহ করার সুযোগ দিচ্ছে কানাডা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২১
টিকা নিলে ওমরাহ করার সুযোগ দিচ্ছে কানাডা

কভিড-১৯ বিভিন্ন রূপ ধারণ করে মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। ফলে টিকার গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি।

আর তাই কানাডায় বসবাসরত মুসলিমদের টিকা গ্রহণে উৎসাহিত করতে দেশটির ইমামরা ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন।  

নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকা নিলে লটারির ভিত্তিতে ওমরাহ ভ্রমণের ঘোষণা দেয় দেশটির বৃহত্তর মুসলিম সংগঠন দ্য ইসলামিক সুপ্রিম কাউন্সিল।  

বুধবার (২৫ আগস্ট) কানাডার ক্যালগরির ২৫ ইমাম এক যৌথ বিবৃতিতে স্থানীয় মুসলিমদের করোনা টিকা নিতে উৎসাহিত করেন। প্রকাশিত বিবৃতিতে তারা কোরআন ও সুন্নাহর বর্ণনা অনুসারে জীবনের সুরক্ষা ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন।  

ক্যালগরির ইমাম ও দ্য ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব কানাডা প্রধান সায়েদ সোহারওয়ার্দী বলেন, ‘কানাডার মুসলিমদের টিকা গ্রহণে আমরা জোরালো আহ্বান জানাই। তা মানবজীবন বাঁচাতে বিরাট ভূমিকা রাখবে। ’ 

কানাডার দ্য ইসলামিক সুপ্রিম কাউন্সিল করোনা টিকা গ্রহণে মুসলিমদের উৎসাহিত করতে লটারি পদ্ধতি চালু করে। এক বিবৃতিতে সগঠনটি জানায়, ১ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে কেউ করোনা টিকার উভয় ডোজ নিয়ে আগ্রহীরা লটারিতে অংশ নিতে পারবে। লটারির মাধ্যমে দু’জন মক্কায় ওমরাহ পালনের সুযোগ পাবে।  


বাংলাদেশ সময় ঘণ্টা: ১৪৪২, আগস্ট ২৬, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।