ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এবার ওয়াশিংটনে সমকামী বিয়ে বৈধতা পেলো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, ফেব্রুয়ারি ৯, ২০১২
এবার ওয়াশিংটনে সমকামী বিয়ে বৈধতা পেলো

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে সমলিঙ্গের মধ্যে বিয়ে বৈধতা পেলো। অঙ্গরাজ্যের আইন প্রণেতারা সমকামীদের মধ্যে বিয়ের পক্ষে কংগ্রেসে ভোট দিয়েছেন।

এখন গভর্নর স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে।

প্রস্তাবটি ওয়াশিংটন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ৫৫-৪৩ ভোটে পাস হয়। প্রস্তাবটি ইতোমধ্যেই অঙ্গরাজ্যের সিনেটরদের সর্মথন লাভ করেছে।

গভর্নর ক্রিস্টিন গ্রিগোয়ের বিলটিতে স্বাক্ষর করলে ওয়াশিংটন হবে যুক্তরাষ্ট্রের সপ্তম অঙ্গরাজ্য যেখানে সমকামী বিয়ে বৈধতা পেলো।

গভর্নরের স্বাক্ষরের পরও অবশ্য আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে আরও ৯০ দিনের মতো সময় লাগবে।

প্রতিনিধি কক্ষে বিলটি পাসের পর গভর্নর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি গত মাসেই বিলটিকে সমর্থন দেন এবং আইনপ্রণেতারা এটির পক্ষে ভোট দিলেই তিনি স্বাক্ষরের পরিকল্পনা করেছিলেন।

ওয়াশিংটনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট, আইওয়া, ম্যাসাচুসেটস, নিউহ্যাম্পশায়ার, নিউইয়র্ক এবং ভারমন্ট অঙ্গরাজ্য সমকামী বিয়ের বৈধতা দিয়েছে। এতোগুলো অঙ্গরাজ্য সমকামী বিয়ের পক্ষে অবস্থান নিলেও খোদ যুক্তরাষ্ট্রেই বিষয়টি এখনো বহু বিতর্কিত।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।