বেইজিং: চীনের নীতিনির্ধারণী ব্যাংকগুলো এখন লাতিন আমেরিকার দেশগুলোতে ঋণ হিসেবে ডলারের স্থলে ইউয়ান চালুর পরিকল্পনা করছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বিশ্বব্যাপী ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানের ব্যবহার উৎসাহিত করতে সরকারের পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ।
গত বছরের শুরুতে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক ইন্টার-আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে আলোচনা সময় এমন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিল। সে সময় চীন লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে অবকাঠামো প্রকল্পের জন্য একশ’ কোটি ডলার সমমানের ইউয়ান মুদ্রার একটি তহবিল গঠনের প্রস্তাব দিয়েছিল।
উল্লেখ্য, লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় দেশগুলো অঞ্চলগুলো চীনে খনিজ সম্পদ ও খাদ্যশস্য সরবরাহের প্রধান উৎস।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১২