ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ত্রসহ সরকারি সম্পত্তি হস্তান্তরের নির্দেশ তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, আগস্ট ৩০, ২০২১
অস্ত্রসহ সরকারি সম্পত্তি হস্তান্তরের নির্দেশ তালেবানের

সাধারণ জনগণের কাছে যানবাহন, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরকারি সম্পত্তি থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে তালেবান।

জিও নিউজ জানিয়েছে, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ শনিবার টুইটারে এই নির্দেশনা জারি করেন।

 

জাবিহুল্লাহ লেখেন, ইসলামিক আমিরাতের নিরাপত্তার ঘোষণা: কাবুল শহরে যাদের যানবাহন, অস্ত্র, গোলাবারুদ বা অন্যান্য সরকারি সম্পত্তি রয়েছে, তাদের সবাইকে এক সপ্তাহের মধ্যে ইসলামিক আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উল্লিখিত জিনিসপত্র হস্তান্তর করার কথা জানানো হচ্ছে, যাতে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে না হয়।  

জিও নিউজ জানিয়েছে, এর আগে তালেবানরা একই ধরনের আদেশ জারি করেছিল, যার ফলে বেসামরিক নাগরিকদের তাদের নিরাপত্তার জন্য রাখা অস্ত্র সমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছিল।  

গত ১৫ আগস্ট কাবুলের দখল নেয় তালেবান। এরপরই তারা সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে এবং নারীদের মৌলিক অধিকারের আশ্বাস দেয়। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।