ঢাকা: অভিনব বীভৎস ঘটনা ঘটল ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে। বৃহস্পতিবার এক কিশোর ছাত্রের হাতে নৃশংসভাবে খুন হলেন স্কুলের এক শিক্ষিকা।
তামিলনাড়ুর রাজধানী শহরে বেসরকারি সেন্ট মেরিস অ্যাংলো ইন্ডিয়ান হায়ার সেকেন্ডারি স্কুলে এই ঘটনা ঘটেছে। কলেজে অধ্যক্ষ-শিক্ষককে মারধরের ঘটনা নতুন নয়। কিন্তু এভাবে স্কুলের মধ্যে ক্লাস চলাকালীন কিশোর ছাত্রের হাতে শিক্ষক খুনের ঘটনা নজিরবিহীন।
তখন সকাল ১০টা ৫০। নবম শ্রেণীর একটি ক্লাসে পড়াচ্ছিলেন শিক্ষিকা উমা মহেশ্বরী। তিনি বিজ্ঞানের শিক্ষিকা হলেও হিন্দিতে ক্লাস নিতেন। সেই সময় তিনি হিন্দিই পড়াচ্ছিলেন। আচমকা কিশোর ছাত্রটি শিক্ষিকার ওপর ঝাঁপিয়ে পড়ে। চলতে থাকে একের পর এক ছুরিকাঘাত। ক্লাসঘরে শিক্ষিকার গলা-পেটে ভয়ানক রোষে কোপ মারছিল ছাত্রটি। রক্তাক্ত শিক্ষিকা তাকে কোনও ভাবেই আটকাতে পারেননি। সহপাঠীরা প্রথমে কথা বলতে পারেনি। পরে তারা চেঁচামেচি করলে ছাত্রটি ক্লাস ছেড়ে পালিয়ে যায়। ততক্ষণে মৃত্যু হয়েছে ওই শিক্ষিকার। শেষ পর্যন্ত ক্লাসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই শিক্ষিকা।
ওই ঘাতক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে পাঠানো হয়েছে একটি জুভেনাইল হোমে। জানা গেছে, রিপোর্ট কার্ডে বিরূপ মন্তব্যের কারণেই খুনের পরিকল্পনা করে ক্লাসে এসেছিল ওই ছাত্র। ক্লাসঘরে ছাত্রের হাতে শিক্ষিকার ভয়াবহ মৃত্যুতে স্তম্ভিত স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের প্রশাসক ফাদার বস্কো পেরিয়ানয়াগাম বলেছেন, ‘এই ঘটনা অভাবনীয়। ছাত্রটি বইয়ের ফাঁকে ছুরি গুঁজে নিয়ে এসেছিল। আমরা শোকাহত। ভাবতেই পারছি না। ওই শিক্ষিকা অত্যন্ত ভদ্র ও ভালো ছিলেন। কেন তাঁকে এভাবে খুন করা হল, সেটা বুঝতেই পারছি না। ’ সূত্র: আনন্দবাজার।
বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা ফেব্রুয়ারি ১০, ২০১২