ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হোমসে হত্যাকাণ্ডের ঘটনায় ওবামার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, ফেব্রুয়ারি ১০, ২০১২
হোমসে হত্যাকাণ্ডের ঘটনায় ওবামার নিন্দা

ওয়াশিংটন: সিরিয়ার শহর হোমসে সরকারি বাহিনীর হাতে বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোমস থেকে একজন প্রতিবাদকারী জানায়, হোমসে কয়েকদিন ধরে চলা সরকারি নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত ১১০ জন মানুষ মারা গিয়েছে।

বিদ্রোহী সেনাদের ওপর চাপ বাড়াতেই আসাদ সরকার এই পদক্ষেপ নিয়েছে।

গত সপ্তাহেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফ্রি সিরিয়া আর্মির সংঘর্ষে শতাধিক মানুষ মারা যায় বলেও দাবি প্রতিবাদকারীদের।
 
এদিকে সিরিয়াতে পুনরায় আরব লীগের মিশন পরিচালনার সম্ভাব্যতাকে ইতিবাচক বলে সাধুবাদ জানিয়েছে জার্মানি।
 
আন্তর্জাতিক বিশ্ব সিরিয়ার সমস্যা সমাধানে বরাবরই সেনা হস্তক্ষেপের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট দান করে। কিন্তু রাশিয়া এবং চীনের ভোটোর জন্য সেনা হস্তক্ষেপের বিষয়টি নস্যাৎ হয়ে যায়। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্র একাই সিরিয়ার ওপর সেনাবাহিনী প্রয়োগ করা হবে বলে হুমকি দিয়ে আসছে।

ইউরোপিয় ইউনিয়নের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ক্যাথরিন অ্যাশটন বলেন, রাশিয়াকে সিরিয়ার ভেতরের বাস্তবতা বুঝতে হবে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।