নাঈপিদো: মিয়ানমারের ভিন্নমতাবলম্বী সন্ন্যাসী নেতা সিন গামবিরাকে সরকারি কর্মকর্তারা তুলে নিয়ে গেছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
২০০৭ সালে মিয়ানমারে সরকার বিরোধী যে বিক্ষোভ দানা বেধে উঠেছিল তার মূল নেতা ছিলেন তিনি। গত মাসে মিয়ানমার যেসকল নেতৃস্থানীয় রাজবন্দীদের মুক্তি দিয়েছিল গামবিরা তাদের মধ্যে একজন।
শুক্রবার সকালে ইয়াঙ্গুনের এক আশ্রম থেকে সরকারি কর্মকর্তারা তাকে তুলে নিয়ে যায় বলে জানায় গামবিরার ভাই।
তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।
গামবিরার সঙ্গে থাকা আরেক সন্ন্যাসী একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, শুক্রবার সকালের দিকে ১৫ জন কর্মকর্তা তিনটি গাড়িতে করে আশ্রম থেকে তাকে তুলে নিয়ে যায়।
তিনি আরও জানান, ওই কর্মকর্তারা সবাই সরকারের ধর্ম সংক্রান্ত বিভাগ এবং ইয়াঙ্গুন বিভাগীয় সরকারের সদস্য ছিলেন।
গত মাসে গামবিরা মুক্তি পাওয়ার পর আবারও তিনি তার আশ্রম খুলে বসেন। ২০০৭ সাল থেকে সরকারি নির্দেশে আশ্রমটি বন্ধ ছিল।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২