ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আর যুদ্ধ চান না বাইডেন  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
আফগানিস্তানে আর যুদ্ধ চান না বাইডেন   জো বাইডেন

আফগানিস্তানে দীর্ঘ ২০ বছরের আধিপত্যের অবসান ঘটায়, সব মার্কিন সেনা প্রত্যাহারের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নই আমি।  

মঙ্গলবার (৩১ আগস্ট) হোয়াইট হাউস থেকে ভাষণে সেনা প্রত্যাহারের জন্য সমালোচনার বিষয়ে ব্যাখ্যা দিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন বলেন,  ‘সেনা প্রত্যাহার’-এর সিদ্ধান্ত ‘আমেরিকার সেরা সিদ্ধান্ত’।

জো বাইডেন আরও বলেন, চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নই আমি। আফগান যুদ্ধের পরিধি আমেরিকার সরকার আর দীর্ঘ করতে চায় না।
এর আগে ৩০ আগস্ট শেষ মার্কিন বিমান ছেড়ে যায় কাবুল বিমানবন্দর। ফলে আফগানিস্তান অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করল যুক্তরাষ্ট্র। এরমধ্য দিয়ে শেষ হয়েছে দেশটিতে আমেরিকার দীর্ঘ ২০ বছরের সামরিক অভিযান।

এর আগে গত ১৫ আগস্ট রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় তালেবান। কাবুল হাত ছাড়া হওয়ায় পশ্চিমা সমর্থিত আফগান সরকার ও সেনাবাহিনী ভেঙে পড়ে।


বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।