দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের অভিযানের অধ্যায়।
মার্কিন সেনাদের নিয়ে শেষ প্লেন কাবুল বিমানবন্দর ত্যাগ করার পরই ফাকা গুলি ছুড়ে উল্লাস করে তালেবান।
৩১ আগস্ট আফগানিস্তানের খোস্ত শহরে সমাবেশে এই নকল শবযাত্রায় রাখা হয় ফ্রান্স ও ব্রিটেনের পতাকা দিয়ে ঢাকা কফিনও। উপস্থিত নেতারা জানান, দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তির পর, তালেবানের কাছে পরাস্ত হয়ে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর লাশ বের হয়েছে আফগানিস্তান থেকে।
তালেবান দাবি করেছে আফগানিস্তান স্বাধীন দেশ। এখানে অন্য দেশের আর কোনো অভিযানের সুযোগ নেই। দেশটি থেকে ৩০ আগস্ট মধ্যরাতে, সবশেষ মার্কিন বহর বিদায় নেয়। তার আগে, কাবুল বিমানবন্দর থেকে সরানো হয়েছে এক লাখ ২৩ হাজারের মতো মানুষকে।
এদিকে দুই দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতায় ফিরে দেশটির জাতীয় পতাকা প্রতিস্থাপন করতে চায় তালেবানরা।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, তাদের প্রস্তাবিত পতাকার মাঝের সাদা অংশে লেখা থাকবে ইসলাম ধর্মের কালিমায়ে তাইয়েবা।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
এসআইএস