ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির করা আপিল বাতিল করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে আট সদস্যের বেঞ্চ শুক্রবার গিলানির বিরুদ্ধে মামলার শুনানি করেন।
চলতি মাসের গোড়ার দিকে সুপ্রিম কোর্ট গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে সমন জারি করে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা ছিল দুই বছর আগে। কিন্তু আদালতের ওই আদেশ পালন করেননি প্রধানমন্ত্রী গিলানি।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২