ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আল কায়েদার সঙ্গে যোগ দিলো আল শাবাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, ফেব্রুয়ারি ১০, ২০১২
আল কায়েদার সঙ্গে যোগ দিলো আল শাবাব

নাইরুবি: সোমালিয়ার স্বশস্ত্র গ্রুপ আল শাবাব আনুষ্ঠানিকভাবে আল কায়েদার সঙ্গে যুক্ত হয়েছে। আল কায়েদা প্রধান জাওয়াহিরির পাঠানো ভিডিও বার্তায় এ খবরের সত্যতা পাওয়া গেছে।



প্রাপ্ত ১৫ মিনিটের ওই ভিডিও চিত্র মতে, আল শাবাব আল-কায়েদার সঙ্গে যোগ দেওয়ায় আল-কায়েদার শীর্ষ নেতা জাওয়াহিরি আল-শাবাবকে অভিনন্দন জানিয়েছেন।

জাওয়াহিরি বলেন, আজ আমি আনন্দিত। বিশ্বাসীরা যারা শাহবাব আল মুজাহিদিন আন্দোলনে আল কায়েদার সঙ্গে যোগ দিয়েছেন তাদের অভিনন্দন। সম্পূর্ণ সমর্থন নিয়ে ঐক্যবদ্ধ জিহাদি শক্তি নিয়ে জিও-ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই চলবে।

২০০৯ সালেই অবশ্য আল শাবাব আল-কায়েদার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল। তারা ‘আমরা ওসামার সেবায় নিয়োজিত’ নামে একটি ভিডিও চিত্রও প্রকাশ করেছিল তখন। সেসময় ওসামা আরেক ভিডিও বার্তায় সোমালি যোদ্ধাদের সাহস জুগিয়ে বক্তব্য দিয়েছিলেন।

কিন্তু এবারই প্রথম আল-শাবাব এবং আল-কায়েদা আনুষ্ঠানিকভাবে মিলিত হলো।

সোমালিয়ার আল-শাবাব মিলিশিয়ারা মূলত অনেক ভাগে বিভক্ত। যেমন এদের মধ্যে যেমন রয়েছে ভাড়াটে যোদ্ধা, গোত্রভিত্তিক যোদ্ধা এবং জঙ্গি। এমনকি অনেক বিদেশি যোদ্ধাও আছে তাদের মধ্যে।

আল-শাবাব বিদেশিদের কাছ থেকে অস্ত্র এবং অর্থগত সহায়তা পায় তা দীর্ঘদিন ধরেই ধারনা করা হচ্ছে। কিন্তু কি কারণে ঠিক তারা এই সময় আল-কায়েদার সঙ্গে তারা জোট বেধেছে তা পরিস্কার নয়।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।