ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনাবাহিনীর হাতে ১১ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, ফেব্রুয়ারি ১০, ২০১২
পাকিস্তানে সেনাবাহিনীর হাতে ১১ জঙ্গি নিহত

ওয়াজিরিস্তন: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনীর হাতে ১১ জন জঙ্গি নিহত হয়েছে।

শুক্রবারের এই অভিযানে নিহতের পাশাপাশি ১৯ জন আহত হয়েছে বলেও জানা যায়।

শুক্রবার আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চল র্কুরামে এই অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তানী সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনী র্কুরামের মামোজাই এলাকা লক্ষ্য করে মর্টার নিক্ষেপ করা হয়েছে। গত সপ্তাহেই এই অঞ্চলে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানী সেনাবাহিনীর সংঘর্ষে অনেকেই মারা যায়।

চলতি বছরের শুরু থেকেই পাকিস্তান সেনাবাহিনী র্কুরামে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

এই অভিযানে জঙ্গিদের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নিহত হয়। কিন্তু ধারনা করা হয়, র্কুরামে জঙ্গিদের মূল ঘাটিতে এখনও আঘাত হানতে পারেনি সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।